সোলাইমান হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধিঃ
হাটহাজারীতে অভিযান চালিয়ে ১শ লিটার দেশীয়
চোলাই মদসহ ২ জনকে আটক করা হয়েছে।
এসময় তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটিও
জব্দ করা হয়। গত বৃহস্পতিবার রাতে উপজেলাধীন
১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডস্হ লালিয়াহাট জামে
মসজিদের পশ্চিম আবদুল গণি মাতবর বাড়ির রাস্তার
উপরে শাহ আলমের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উক্ত
অভিযান পরিচালনা করে হাটহাজারী মডেল থানায়
এসআই মোঃ হারুনুর রশিদ। আটককৃত হলেন খাগড়াছড়ি জেলার। দিঘী নালার মুজিবের বাড়ির
মরিয়ম প্রকাশ জোতস্ব (৩৬),পিতা মজিবুর রহমান ও
সিএনজি চালাক মোঃ সোহেল( ২৭),পিতা মোঃ জামাল
।তারা কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার বর্গার
চর মধু মিয়ার বাড়ির বাসিন্দা। এ ব্যাপাবে হাটহাজারী
মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন সবুজ বলেন অভিযান চালিয়ে ১শত লিটার চোলাই মদসহ
দুইজনকে আটক করা হয়েছে এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।এ ঘটনায় গত ৫ মে থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।