উত্তম চক্রবর্তী,মণিরামপুরঃ
মানবিক যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বিভিন্ন মসজিদে গামছা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে এই গামছা বিতরণ করেন প্রধান অতিথি মানবিক যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য আব্দুল মতিন, আবুল সাত্তার, রাসেল, ডাঃ জনি, মনিরুল ইসলাম, গোলাম রব্বানী, মসজিদের মুয়াজ্জিন আলাল প্রমূখ। গামছা বিতরণকালে ফাউন্ডেশনের সভাপতি শফিকুল ইসলাম বলেন, আমি মসজিদে মসজিদে মুসল্লিদের উজু বানানোর পর হাত মুখ মোছার জন্য এই গামছা বিতরণ করছি। আমার মানবিক যুব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আপনারা সকলে দোয়া করবেন।