মানিকগঞ্জ জেলা প্রতিনিধি (মোঃ শামীম মিয়া)
পপুলার লাইফ ইনস্যুরেন্স মানিকগঞ্জ জেলা অফিসে মাসিক প্রিমিয়াম জমা রেখে তা নিদিষ্ট সময় শেষে লাভ্যংশ সহ দাবি ফেরত পেয়ে উপকৃত হয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলা বেংরুই গ্রামের প্রবাসী ফারুক হাসানের স্ত্রী পারুল বেগম। পপুলার লাইফ ইনস্যুরেন্স মানিকগঞ্জ জেলা অফিসে দায়িত্ব হিসাব রক্ষক মোঃ মিজানুর রহমান বলেন, পারুল বেগম ২০১০ সালে ১২ বছর মেয়াদি ৫০০ টাকা করে প্রিমিয়াম জমা রেখেছিলেন। তা নিদিষ্ট সময় অতিক্রান্ত হবার পর লাভ সহ পারুল বেগম কে ১ লক্ষ ৫ হাজার ২৫২ টাকার চেক তাকে হস্তান্তর করা হয়। এ বিষয়ে পারুল বেগমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি ১২ বছর মেয়াদে পপুলার লাইফ ইনস্যুরেন্স মানিকগঞ্জ জেলা অফিসে প্রতিমাসে ৫০০ টাকার মাসিক প্রিমিয়াম জমা রাখি। আমি খুব আনন্দিত যে মেয়াদ শেষে লাভ সহ আমি দাবি ফেরত পেয়েছি । পপুলার লাইফ ইনস্যুরেন্স অত্যন্ত সচ্ছতার সাথে গ্রাহকদের সকল কার্যবলি সম্পন্ন করে থাকে। আমি পপুলার লাইফ ইনস্যুরেন্সে প্রিমিয়াম করার জন্য সকলকেই উৎসাহিত করছি। তাছাড়া আমি প্রাপ্ত লাভ্যাংশ থেকে ১০ বছরের জন্য এফডিআর এক কালিন ৪০ হাজার টাকা জমা রেখেছি। পপুলার লাইফ ইনস্যুরেন্স মানিকগঞ্জ জেলা অফিসে দায়িত্ব প্রাপ্ত মহা-ব্যবস্থাপক ও জেলা সমন্বয়কারী মোঃ ফিরোজ জামান উজ্জল বলেন,২০০০ সাল থেকে পপুলার লাইফ ইনস্যুরেন্স সারা বাংলাদেশ শুনামের সহিত কাজ করে যাচ্ছে। পপুলার লাইফ ইনস্যুরেন্স কোন গ্রাহকে আজ পযর্ন্ত কোন হয়রানি করেনি। গ্রাহকের দাবি লাভ সহ তা নিদিষ্ট সময়ে প্রদানে আমরা বদ্ধপরিকর। আমরা সর্বদাই চেষ্টা করি সচ্চতা ও জবাব দিহিতা থাকার জন্য যাতে কোন গ্রাহক হয়রানির শিকার না হয়।