মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইলঃ
ঢাকা বারডেম হাসপাতালের একটি চিকিৎসক দল মসদই সমাজ কল্যান উদ্যোগের হয়ে হেলথ ক্যাম্পেইন করতে আসছে। এমনটাই জানালেন মসদই সমাজকল্যাণ উদ্যোগের প্রধান পৃষ্ঠপোষক ও আহবায়ক সাইফুল ইসলাম খান শুভ। ইতি মধ্যে আরো কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
১,গ্রামের যুবকদের কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা।
২. যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে সহায়তা করা।
৩. দুস্থদের সহায়তা করা।
৪. মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা
৫. যুবক-যুবতীদের সুস্থ ও প্রকৃত সংস্কৃতিবান করে তোলার ক্ষেত্রে অবদান রাখা
৬. মেধাবী এবং কর্মমূখী যুবকদের শর্তসাপেক্ষে তহবিলের যোগান দেয়া। যাতে তারা যেন জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে।
৭. এতিমদের সাহায্য করা।
৮. মানবতার কাজকে এগিয়ে নেয়া।
৯. পথশিশুদের নিয়ে কাজ করা।
১০. অসহায় জনগোসঠিদের পাশে থাকা।