মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় চকউলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি ইদ্রিস আলীর বিরুদ্ধে অর্ধ কোটি টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে চকউলী গ্রামের আকবর আলী ছেলে ইয়াছিন আলী নামে একজন সচেতন নাগরিক বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস রাজশাহী বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ করোতোয়া পত্রিকার মাধ্যমে ৪টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি ইদ্রিস আলী। কিন্তু নিয়োগ পরীক্ষার আগেই অর্থের বিনিময়ে সহকারী প্রধান শিক্ষক পদে সাদিকুল ইসলাম, কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে মোশাররফ হোসেন, নিরাপত্তা কর্মী পদে তারেক হোসেন ও আয়য়া পথে নাসিমা খাতুন কে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে। এমন খবর বেশ কিছুদিন ধরে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে। অধ্যক্ষ নজরুল ইসলাম ওণিজ্যিক কমিটির সভাপতি ইদ্রিস আলীর বিরুদ্ধে ৪টি পদে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের গুঞ্জন রটেছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই মোটা অংকের অর্থ লেনদেনের বিনিময়ে ৪ টি পদে নিয়োগের গুঞ্জন টপ অফ দা টাউনে পরিণত হয়েছে। এ ঘটনায় প্রধান শিক্ষক নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করালে তিনি জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পন্ন মিথ্যার ভিত্তি এবং বানোয়াট বলে তিনি এড়িয়ে যান।
তবে ম্যানেজিং কমিটির সভাপতি ইদ্রিস আলী জানান আমি নতুন মানুষ কিছু বুঝিনা প্রধান শিক্ষকই সব জানেন। এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, শুক্রবার ৮ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষা জন্য বোর্ড গঠনের কথা ছিল। কিন্তু জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে আপাতত নিয়োগ বন্ধ রাখা হয়েছে।