জি এম রাজু আহমেদ, নিজস্ব প্রতিনিধঃ
আজ রবিবার বিকেল ৫ঃ০০ টা থেকে রতনপুর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় । আজ তার প্রথম খেলা। উক্ত উদ্বোধনীয় খেলায় একদিকে কে জোর প্রতিদ্বন্দ্বিতা করে রতনপুর ইউনাইটেড ক্লাব এবং অপরদিকে জোর প্রতিদ্বন্দ্বিতা করে তালা সৈকত ফুটবল একাডেমি । রতনপুর ইউনাইটেড ক্লাবের দিক নির্দেশনায় ছিলেন রতনপুর ইউনাইটেড ক্লাব টিম ম্যানেজার মোঃ আঃ সবুজ বিআরটিসি ।
খেলায় ২৫ মিনিটের মধ্যে একটি গোল করে তালা সৈকত ফুটবল একাডেমি । খেলায় ৩০ মিনিটের মধ্যে গোলটি পরিশোধ করে রতনপুর ইউনাইটেড ক্লাবের ৮ নম্বর জার্সিধারী প্লেয়ার হৃদয় । খেলা শেষ পাঁচ মিনিট থাকতে রতনপুর ইউনাইটেড ক্লাবের পক্ষে ১১ নাম্বার জার্সিধারী সাব্বির হোসেন একটি গোল করে রতনপুর ইউনাইটেড ক্লাব এগিয়ে নিয়ে যায় ফাইনাল খেলায় । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় সাব্বির হোসেন রতনপুর ইউনাইটেড ক্লাব।
খেলায় সভাপতিত্ব করেন ১১ নাম্বার রতনপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এম আলীম আল রাজী (টোকন)।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার গোলাম সরোয়ার মুকুল , সাবেক ফুটবলার শহিদুল্লাহ মল্লিক , রতনপুর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক দেবাশীষ কুমার ঘোষ, প্রাথমিক শিক্ষা অফিসার জনাব জহুরুল ইসলাম , সাবেক ফুটবলার মারুফ হোসেন, সাবেক ফুটবলার জিয়াউর রহমান, সাবেক গোলকিপার হযরত আলী গাজী , ১০ নাম্বার ধলবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রুবেল হোসেন , আশীষ কুমার প্রমুখ ।
খেলায় ধারাভাষ্যকার ছিলেন বিকাশ কুমার নাথ’ প্রাথমিক শিক্ষক।
খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু । মঞ্জু আহমেদ এবং সাইদুর রহমান সাহিন।
আগামীকাল সোমবার রতনপুর ইউনাইটেড ক্লাবের মাঠে দ্বিতীয় রাউন্ডের খেলা যে দুটি দল অংশগ্রহণ করবে আর একদিকে জোর প্রতিযোগিতা করবে শ্যামনগর সিটি সুপার সফ ও নলতা কাশিবাটি অভি স্যাটেলাইট । উক্ত খেলাটি দেখতে হলে বিকাল চারটায় রতন ফুটবল ময়দানে চলে আসবেন ।