মোঃ সবুজ খান মির্জাপুর ,টাঙ্গাইলঃ
আজ ১২ই এপ্রিল ২০২৩ ইং রোজ , বুধবার দুপুর ২ ঘটিকার সময় যুব সমাজের আলোক বাতিকা সাদা মনের মানুষ ,বিশিষ্ট শিক্ষা অনুরাগী ,জনাব আজহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ ,মির্জাপুর ,টাঙ্গাইল ,এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, মির্জাপুর – ধামরাই অনলাইন প্রেসক্লাবের সদস্যবৃন্দ । এ সময় উপস্থিত ছিলেন বাংলা ট্যালেন্ট টিভির সাংবাদিক সাঈদ আল মামুন ,রিপোর্টার বাংলা টিভির আনোয়ার হোসেন ,জাতীয় পত্রিকার দৈনিক আজকালের সংবাদ এ-র স্টাফ রিপোর্টার সবুজ খান , সাপ্তাহিক যুগের সংবাদ কাজী সাব্বির আহমেদ ,সহ মির্জাপুর ধামরাই অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন সদস্যবৃন্দ । এ সময় তিনি বলেন আমি সব সময় সাংবাদিকদের পাশে আছি । তিনি আরো বলেন মির্জাপুর ধামরাই পাশাপাশি উপজেলা হওয়ার কারণে একে অপরের সাথে আমাদের সু সম্পর্ক অনেক গভীর । আপনারা ভালো একটি উদ্যোগ নিয়েছেন বস্তুনিষ্ঠ সংবাদ সব সময় পরিবেশন করবেন এটা আমি আশা করি। ভালো কাজের সহযোগিতা সব সময় আমার কাছে পাবেন ইনশাআল্লাহ ।