মোঃ সবুজ খান,মির্জাপুর টাঙ্গাইলঃ
স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ,ও বিভিন্ন অঙ্গ-সহযোগী ও সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য , টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব খান আহমেদ শুভ এম পি। আরো উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মীর শরিফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহ রীম হোসেন সিমান্ত। আরো উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা প্রশাসন ,মির্জাপুর সহকারি কমিশনার ভুমি মির্জাপুর থানার অফিসার ইনচার্জ, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শামীমা আক্তার সেফা,ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম আজাহার,।টাংগাইল জেলা আওয়ামী লীগের সদস্য রাফিউল রহমান ইউসুফ জাই সানি, টাংগাইল জেলা আওয়ামী লীগের সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজুর রহমান, টাংগাইল জেলা আওয়ামী যুবলীগের সহ সম্পাদক মীর মঈন হোসেন রাজীব। ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।