মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী,চট্টগ্রাম থেকেঃ
পবিত্র রোজা উপলক্ষে গরীব ও দুঃস্হদের মধ্যে কাচা মাংস বিতরণ করলেন মানবিক পুলিশ মুক্তা চৌধুরী। গত ১৮ এপ্রিল (মঙ্গলবার) সীতাকুণ্ডের মিরসরাইয়ে অসহায় মানুষদের ১৮৭ পরিবারকে মাংস বিতরণ করা হয়। মিরসরাইয়ের ১১ নং মঘাদিয়া ২ নং ওয়ার্ডের বাসিন্দা মানবিক পুলিশ মুক্তা চৌধুরী’র স্বপ্ন মানুষের সেবা করা। যে কোনো মুহূর্তে মানুষের বিপদে সাড়া দিয়ে পাশে দাঁড়াবে। বাংলাদেশ পুলিশে ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯ এ কর্মরত নিজের বেতনের কিছু অংশ প্রতি মাসে মানুষের জন্য উপহার হিসেবে ব্যয় করেন। মানবিক পুলিশ মুক্তা চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রতি মাসে অসহায় মানুষদের পাশে থেকে উপহার দিবো। আমি সব সময় মানুষের জন্য কাজ করে যাবো, নিজের সামর্থ্যানুযায়ী যতটুকু সম্ভব পারি সহযোগীতা করে যাবো।
তিনি আরও বলেন, দেশের সকল অর্থশীল ব্যাক্তি,শিল্পপতি,ও সকল মানবিক ভাই-বোনদের অসহায় গরীব লোকদের পাশে থাকার আহব্বান করছি এবং আমার জন্য দোয়া কামনা করছি।