শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভাঙ্গায় এখনও ছাত্রীদের ক্লাস নেন সেই “লম্পট” আজাদ! (পর্ব-১) মুন্সীগঞ্জে মামলার পলাতক আসামি গ্ৰেফতার। বকশীগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন পদত্যাগী সভাপতি এখন মাঠে সরোব। তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের ক্ষোপ । মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হত্যাচেষ্টার মামলার বাদীকে হত্যার হুমকি । মুন্সীগঞ্জে জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জিনিয়া ফেরদৌস । বকশীগঞ্জে এক দফা দাবিতে নার্স ও মিডওয়াইফারিদের স্মারকলিপি প্রদান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকেও হলেন হত্যা মামলার আসামী মুন্সীগঞ্জে গজারিয়া রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘ এর দাফন সম্পূর্ণ । বকশীগঞ্জে শহরে ১২ ঘন্টা, গ্রামে ৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ, তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

মুন্সীগঞ্জ জেলা তথা বিক্রমপু‌রের গর্ব আজ‌মেরী হক বাধঁন ।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৯৮ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

আজমেরী হক বাঁধন বাংলাদেশের একজন অভিনেত্রী এবং একজন দন্ত চিকিৎসক।

তিনি  ২৮ অক্টোবর ১৯৮৩ সালে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কামারঁগাও গ্রামে।কামারগাঁও তার নানাবাড়ি ছিলো।তার পৈত্রিক নিবাস একই উপজেলার(শ্রীনগর) বাশাইলভোগ গ্রামে।তার বাবার নাম আমিনুল ইসলাম সেন্টু ঢালী,তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন।

বাঁধন বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে দন্ত বিষয়ে বি.ডি. এস. পাশ করেন।অভিনয়ের পাশাপাশি বর্তমানে সে দন্ত চিকিৎসক পেশায় ও জড়িত আছেন।

২০১০ সালে জানুয়ারি মাসে তিনি মাশরুর সিদ্দিকী সনেটকে বিয়ে করেছিলেন। ২০১০ সালের ৮ই সেপ্টেম্বর এই দম্পতির কন্যা সায়রা জন্মগ্রহণ করে। ২০১৪ সালের ২৬শে নভেম্বর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।এরপর আইনগতভাবে বাধঁন তার কন্যার অভিভাবক হোন।

বাধঁন ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টার এ রানার আপ হয়েছিলেন।মূলত রানার-আপ হওয়ার মাধ্যমেই তিনি অভিনয় জগতে তার কর্ম জীবন শুরু করেন।তিনি বেশ কিছু ধারাবাহিক নাটক,বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয় করেছেন।তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে,

নিঝুম অরণ্যে ,রেহানা মরিয়ম নূর ,বুয়াবিলাস,শুভবিবাহ,চাঁদ ফুল অমাবস্যা,বিজি ফর নাথিং ইত্যাদি।তার অভিনীত রেহানা মরিয়ম নূর (২০২১)চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং সেখানে তার অভিনয় এর খুব সমাদৃত হয়। এ ছাড়াও সম্প্রতি(২০২১ সাল) তিনি একটি ওয়েব সিরিজ”রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি” এর কাজ শেষ করেছেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।