মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত বকশীগঞ্জে সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর ৫৫তম জন্মদিন পালন  কালিগঞ্জে বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  কালিগঞ্জ প্রেসক্লাবে কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত  “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” জানিয়েছেন মজিবুর রহমান দেওয়ান কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে  বকশীগঞ্জের মুনীরা বেগম জামালপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত ভাঙ্গায় এখনও ছাত্রীদের ক্লাস নেন সেই “লম্পট” আজাদ! (পর্ব-১) মুন্সীগঞ্জে মামলার পলাতক আসামি গ্ৰেফতার।

মুন্সীগঞ্জে ছেলেরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে বাবাকে

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনধিঃ

মুন্সীগঞ্জ সদরের মিঝিকান্দি ভাষানচর গ্রামে ডাকাতদের হামলায় নিহত হওয়ার প্রচার চালানো বাবা নুরুল ইসলামকে খুন করেছে তার ছেলেরা। মঙ্গলবার দুপুর ২টার দিকে পুলিশ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন।

পুলিশ সুপার জানান, রবিবার সকালে দাম্পত্য কলহের জের ধরে নুরুল ইসলাম তার স্ত্রী তাছলিমা বেগমকে মারধর করে। এতে আহত অবস্থায় স্ত্রী তাছলিমা শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় তার মেয়ের বাড়িতে চলে যান।

আর নুরুল ইসলাম নিজ বাড়ি থেকে বের হয়ে যান। পরে ওই দিন বিকেলে বোন হামিদা বেগমের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসেন নুরুল ইসলাম।

এদিকে, মাকে মারধর করায় ছেলে সুমন হাওলাদার (৩০), মোহাম্মদ আলী হাওলাদার (২৩) ও রাসেল হাওলাদারের (২০) মনে ক্ষোভ হয় ছেলেদের মনে। পরে গভীর হলে বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় বাবা নুরুল ইসলামকে ৩ ছেলে ও অজ্ঞাত আরও ২-৩ জন মিলে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

পুলিশ সুপার আরও জানান, ডাকাতদের হামলায় নিহত হওয়ার প্রচার চালালেও ভিন্ন তথ্য আসে পুলিশের কাছে। এতে সোমবার দুপুরে পুলিশ নিহতের ২ ছেলে সুমন হাওলাদার ও মোহাম্মদ আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত তথ্য উঠে আসে। নিহতের অপর ছেলে রাসেল হাওলাদার পলাতক রয়েছে। এছাড়া সোমবার দিনগত রাতে নিহতের বোন হামিদা বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

আজ দুপুরে গ্রেফতার দেখিয়ে নিহতের ছেলে সুমন ও মোহাম্মদ আলীকে আদালতে পাঠানো হয়েছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।