মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের সদর উপজেলার রামপাল ইউনিয়নের পশ্চিম পানহাটা গ্রামে এই ভাংচুরের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি
প্রত্যক্ষদর্শিরা জানায়, পানহাটা গ্রামের মৃত সামছুল হক বেপারীর ছেলে সুমন বেপারীর সাথে পাশ্ববর্তি বাড়ির মৃত বারেক বেপারীর স্ত্রী রিনা বেগমের সাথে দির্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধকে কেন্দ্র করে সোমবার দুপুরে দুই পক্ষের মধ্যে কথাকটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে রিনা বেগমের ভাই মৃত মাহমুদ আলী তালুকদারের ছেলে
জাহাঙ্গীর তালুকদার (৫৫),আফা মাদবরের ছেলে ফিরোজ মাদবর (৪৮), এসেম মাদবরের ছেলে আলমগীর (৪০), মৃত বারেক বেপারীর স্ত্রী রিনা বেগম (৫০) ও তার মেয়ে পিয়াংকা আক্তার (২৫), মীম আক্তার ফাতেমা (২১) গংরা সুমন বেপারীর বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়ে লুটপাট করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে।
এসময় বসতঘর রক্ষার্থে সুমন ও তার পরিবারের সদস্যা এগিয়ে আসার চেষ্টা করলে প্রাণণ্বাশ্বের হুমকি দেয়া। এ ঘটনা ক্ষতিগ্রস্থ্য সুমন বেপারী বাদী হয়ে ৭ জনকে আসামী করে
মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ক্ষতিগ্রস্থ্য সুমন বেপারী বলেন,দির্ঘদিন যাবত রিনা বেগমের পরিবার আমাদের তারিয়ে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে লুটপাট চালায়। তবে রিনা বেগমরা প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না জানিয়ে এ ঘটনার সুষ্ঠ বিচারের দাবীও জানান তিনি।
পুরো না অল্প ভাংচুরের বিষয়টি স্বীকার করে রিনা বেগমের মেয়ে পিংকা বেগম বলেন,আমাদের জমি নামজারি করে নিয়ে গেছে সুমনরা। সেই জমি নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে। এই জমি সংক্রন্ত্র বিরোধকে কেন্দ্র করে সুমন ও তার পরিবারের লোকজন প্রায় সময় ইচ্ছাকৃত ভাবে ঝগড়া সৃষ্টি করে। এখন নিজেদের ঘর নিজেরে ভেঙ্গে আমাদের নিরপরাধ লোকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছে।
লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মোঃ আরিফ বলেন,অভিযোগে ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে একটা ছাপড়া ঘর ভাংচুরের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে । তবে বিষয়টি নিয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে