মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা জেলার ৬টি উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা সহকারি রিটানিং অফিসার জেলা পরিষদ নির্বাচন মোহাম্মদ বশির আহমেদ দুপুর সোয়া ২টায় নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষনা করেন।
জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী সদস্যরা হলেন-
সিরাজদীখান উপজেলা (১নং ওয়ার্ডে) মো. মাসুদ লস্কর (তালা), লৌহজং উপজেলা (৩নং ওয়ার্ড) মো. সিরাজুল ইসলাম মৃধা (হাতি), টঙ্গীবাড়ি উপজেলা (৪নং ওয়ার্ড) মো. আতিকুর রহমান (তালা ), সদর উপজেলা (৫নং ওয়ার্ড ) মো. আক্তারুজ্জামান (তালা), গজারিয়া উপজেলা (৬নং ওয়ার্ড) মো. সাইদুর রহমান (হাতি), সংরক্ষিত ১নং সদস্য হেলেনা ইয়াসমিন (দোয়াত কলম) ও সংরক্ষিত ২নং সদস্য মোরশেদা বেগম লিপি (বই) নির্বাচিত হয়েছেন।
এদিকে, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া শ্রীনগর উপজেলায় ২নং ওয়ার্ড সদস্য পদে মাহবুব উল্লাহ কিসমত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে ৫টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২০ জন প্রার্থী ও সংরক্ষিত ২টি নারী ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৮ জন। মোট ভোটার সংখ্যা ৯২২ জন জনপ্রতিনিধি। এরমধ্যে পুরুষ ভোটার ৭০৪ জন ও নারী ভোটার ২১৮ জন। ২টি পৌরসভা ও ৬৮টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা এ নির্বাচনে প্রত্যক্ষ ভোট প্রদান করেন।