মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে এ আর রশিদ ফাউন্ডেশন নামে নতুন প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে। আজ সোমবার টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের রাউতভোগ এলাকায় এই ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শতাধিক দরিদ্র মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে এই ফাউন্ডেশন তার যাত্রা শুরু করল। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতা ধীপুরের সন্তান সাইফুল ইসলাম সোহেল তার পিতার নামে এই ফাউন্ডেশন গড়ে তুলেন।
আজ বিকেল ৩ টায় ধীপুর ইউনিয়নের রাউতভোগস্থ তার পৈত্রিক বাড়িতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.সামছুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকতার্ জসিম উদ্দিন, ধীপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি রাজ্জাক বেপারী, ইউনিয়ন আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী দেলোয়ার হোসেন, ইউপি সদস্য আব্দুস সালাম, মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন, স্থানীয় মসজিদের ইমাম ওমর ফারুক, সমাজ সেবক রুহুল আমিন, চান মিয়া, বশির আহমেদ, সিরাজ আমিন, মফিজুল হক, ইব্রাহীম খলিল, মোশারফ হোসেন, সোহেল মাদবর, হাবিবুর রহমান খন্দকার প্রমুখ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোহেল সাইফুল ইসলাম জানান, স্থানীয় মানুষের কল্যানে সামাজিক নানা কাজ করার লক্ষ্যে আমার পিতার নামে এ আর রশিদ ফাউন্ডেশন গঠন করা অনেক দিন ধরেই আমার মধ্যে কাজ করছিল। আজকে তার আত্ম প্রকাশ ঘটেছে। এতে আমি অনেক আনন্দিত। এই ফাউন্ডেশনের মাধ্যমে শুধু টঙ্গীবাড়ি উপজেলায় নয় আস্তে আস্তে গোটা জেলার মানুষের কল্যানে ভুমিকা রাখতে চাই। আমরা মেধাবী শিক্ষাথর্ীদের বৃত্তি প্রদানসহ সমাজে হতদরিদ্রদের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করব এই ফাউন্ডেশন থেকে। সেই চিন্তা থেকেই ফাউন্ডেশনের প্রথম দিনে আমরা হতদরিদ্রদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করি। এই ফাউন্ডেশনের অগ্রযাত্রায় আমি টঙ্গীবাড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের কাছে কৃতজ্ঞ। আজকের অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু জরুরী কাজ থাকায় আসতে পারেননি। ফাউন্ডেশনের অগ্রযাত্রায় বীর মুক্তিযোদ্ধাসহ যেসকল ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সহযোগিতা করেছেন আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।