মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত,প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।
টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে বুধবার (২৮আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের পুকুর,থানা পুকুর ও উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের ৩১.৫০ হেক্টর জলাশয়ে ৩২৪ কেজি রুই,কাতল,মৃগেল ও কালিবাউশ এর পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন,সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু,উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা, কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, সমাজ সেবা কর্মকর্তা জসিম উদ্দিন,শিক্ষা কর্মকর্তা রাফেজা খাতুন, আনসার ভিডিপি কর্মকর্তা কারিমা বেগম সহ আরো অনেকে।