মুন্সীগঞ্জে অর্পন দাস (১৪) নামের এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক করণ নির্নয়ে চেষ্টা চালাচ্ছে পুলিশ। নিহত অর্পন দাস জেলার টঙ্গিবাড়ি উপজেলার আলদি বাজার এলাকার আল-আমিনের মোটরসাইকেল গ্যারেজে কাজ করতো।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে দাড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লে তাকে আশঙ্খা জনক অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অর্পনকে মৃতঘোষণা করেন।
নিহত অর্পন দাস টঙ্গিবাড়ি উপজেলার কামারখাড়া গ্রামের মাদব দাসের ছেলে
জানাগেছে দুপুর ১ টার দিকে আলদি বাজারের আল-আমিনের মোটরসাইকেলের গ্যারেজে দাড়িয়ে থাকা অবস্থায় হঠাৎকরে মাটিতে লুটিয়ে পরে। পরে তার সাথে কর্মরত অপর কর্মচারি শিশিরসহ ৩ জন মিলে অর্পনকে আশঙ্খাজনক অবস্থায় দুপুর ২ টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষণা করেন। তবে কি ভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে পারেননি পুলিশ ও চিকিৎসক।
মোটরসাইকেল গ্যারেজের কর্মচারি অর্পনকে হাসপাতালে নিয়ে আসা অপর কর্মচারি শিশির জানান,আমরা গ্যারেজে কাজ করছিলাম হঠাৎ করে অর্পন মাটিতে পরে যায়। পরে সে নড়াচরা করছেনা দেখে আমরা ৩ জন মিলে হাসপাতালে নিয়ে আসি।
হাসপাতালের কর্তব্যরত চিকি়ৎসক শৈবাল বসাক জানান,কিশোর অর্পন দাসের মৃত্যুর কি ভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরে জানান যাবে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজিব খান বলেন,ঘটনাটি শুনেছি তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করে নি। তবে এটি স্বভাবিক না অস্বাভাবিক মৃত্যু হয়েছে সেটি নিয়ে তদন্ত চলছে।