শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নান উৎসব পালিত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) ভোর ৫ টা থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার হাট লক্ষীগঞ্জ সংলগ্ন ধলেশ্বরী নদীর তীরে এ অষ্টমী স্নান উৎসব পালন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের তিথি অনুযায়ী পাপমোচন ও পুণ্যলাভের আশায় প্রতিবছর এ স্নান উৎসব পালন করেন।
দেশের বৃহৎ অষ্টমী স্নান লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদের সাথে মিল রেখে জেলা শহরের হাট লক্ষীগঞ্জ ধলেশ্বরী নদীর তীরে এ স্নান উৎসব পালন করা হয়।
শনিবার ভোর থেকে ধলেশ্বরী নদীর তীরে ঐতিহ্যবাহী স্নানোৎসবে অংশ নিতে নদীতীরে উপস্থিত হন হাজারও পুণ্যার্থী। সনাতন ধর্মের তিথি অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুণ্যস্নান করেন সনাতনীরা।
এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ স্নান করতে এসেছেন। স্নানের পর পুরুহিতের কাছে মন্ত্রপাঠ করে নদীতে ফুল, ফল ভাসিয়ে দিচ্ছেন পূর্ণার্থীরা।
অষ্টমী স্নান উপলক্ষে নদীর তীরে বিভিন্ন প্রস্তুতি নিয়েছে স্নানোৎসব কমিটি। ব্যাপক নিরাপত্তায় রয়েছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের ইউনিটও। অষ্টমী স্নানকে কেন্দ্র করে হার্ট লক্ষীগঞ্জ এলাকায় বসেছে গ্রামীণ মেলা।
মেলাতে বিভিন্ন রকমের খাবার ও ছোট ছোট ছেলে মেয়েদের জন্য খেলনার দোকান রয়েছে।দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা স্নান শেষে বিভিন্ন ধরনের খাবার ও বাচ্চাদের জন্য নানা রকমের বাহারি খেলনা কিনে নিয়ে যাচ্ছেন।
ধলেশ্বরী নদীর পাড়ে স্নান করতে আসা একাধিক পুণ্যার্থী জানান, প্রতিবছর এ স্নান উৎসবটি চৈত্র মাসের অষ্টমী তিথিতে হয়ে থাকে। তিথি অনুযায়ী পাপমোচন ও পুণ্যলাভের আশায় আমরা এখানে স্নান করতে এসেছি। বহু বছর আগে থেকে এই স্নান উৎসবটি এখানে পালন করা হয়ে থাকে।
এ ব্যাপারে জেলা হিন্দু-খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী জানান, প্রতিবছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে লাঙ্গল বন্ধ ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নানার্থে হিন্দু ধর্মাবলম্বী ভক্তপ্রাণের আগমন ঘটে। এ সময় ব্রহ্মপুত্র নদে স্নান খুবই পুণ্যের। এ স্নানে ব্রহ্মার সন্তুষ্টি লাভ করে পাপমোচন হয়। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সবচেয়ে বড় মহা অষ্টমী স্নান উৎসব পালিত হয়। বহু বছর ধরে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে একইভাবে এই স্নান উৎসবটি পালন করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. সাইফুল আলম (পিপিএম) জানান, ধলেশ্বরী নদীর তীরে শান্তিপূর্ণভাবে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব পালিত হয়েছে। এর জন্য পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা রাখায় ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উৎসব মুখর পরিবেশেই মহা অষ্টমী স্নান উৎসবটি পালন করা হয়েছে।