সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, দোহার থেকে ঢাকাগামী রেজিস্ট্রেশনবিহীন সিএনজি এবং ঢাকা থেকে নবাবগঞ্জগামী নবকলি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিকট শব্দে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রী শেখ মো. রহমান (৫৮) ও শাহীন হোসেন (২৬) নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া অটোরিকশাটির চালক এবং অপর তিনযাত্রীকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।