মো. লিটন মাহমুদ ,মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর-সিপাহীপাড়া সড়কে বেইলি সেতু ভেঙে একটি মালবাহী ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ দুুই জন।
সোমবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া বনিক্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কয়েক বছর ধরেই নড়বড়ে ছিল বনিক্যপাড়া এলাকা বেইলি সেতুটি। বর্তমানে সেতুটির পাশেই একটি কংক্রিটের কালভার্ট নির্মাণ করা হচ্ছে। সোমবার গভীর রাতে নির্মাণাধীন কালভার্টের জন্য নির্মাণসামগ্রী নিয়ে মুক্তারপুর থেকে একটি ট্রাক আসে। মালবাহী ট্রাকটি পার হওয়ার সময় হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ে সেতুটি। এসময় ট্রাকটি খালে পড়ে গেলে চালক ও তার সহকারী আহত হন। তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জ সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহীন রেজা জানান, নির্মাণাধীন ২২ মিটারের কংক্রিটের কালভার্টটির ৯ মিটার তৈরির কাজ শেষ হয়েছে। সে অংশ যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে সড়কটিতে কোনো যানজট নেই।