মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন: ৩ আসামির প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড হলিউডের Rags to Riches মু‌ভি‌তে মুন্সীগ‌ঞ্জের আর পি রুবেল জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা  জানিয়েছেন সাইদুর রহমান ফকির । মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত

মুন্সীগঞ্জে ২২টি পরিবারকে ফাঁসিয়ে দিয়েছেন এনজিও কর্মকর্তা ও প্রতারক মাসুদা বেগম ।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯৫ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

উষা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, গাক, টিএমএস, পপি, সাজেদা ব্যাংক, প্রীদম, স্বীদিপ ও পদক্ষেপ এনজিও মিলে ২২ টি অসহায় গরীব পরিবারকে না জানিয়ে মাসুদাকে প্রদান করে আড়াই কোটি টাকা। ২২ টি পরিবারের কাউকেই ঋণের কিস্তি দিতে হয়নি একটি বারের জন্যও। সকল এনজিওর ঋণের কিস্তি দিয়েছেন একা মাসুদা নিজেই। প্রতারণার মাধ্যমে অন্যদের দিয়ে ঋণ নিয়েছেন আর মাসুদা কিস্তি দিয়েছেন।

মাসুদা পালিয়ে যাওয়ার খবর পেয়ে এনজিওগুলো এখন নড়ে চড়ে বসেছে। রোববার বিকালে আদারিয়াতলা ভোক্তভোগী ২২টি পরিবারের সাথে কথা হয় তাদের সকলেরই একটিই অভিযোগ কাউকে এনআইডি কার্ড, একটি স্বাক্ষর, একটি ছবি নিয়ে তার নামে এনজিও থেকে ঋণ উত্তোলন করেছে মাসুদা। স্বামী ছেলেকে ফ্রান্সে পাঠাতে পারছে টাকার অভাবে, ভিসা প্রসেসিং করে ফেলেছে টাকার অভাবে টিকিট কাটতে পারছে না এমন নানা ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে মাসুদার পরিবার। ঋণের জালে ফাসিয়ে দিয়েছেন ২২টি পরিবারকে।

মাসুদা বেগম দেখতে পাকিস্তানি। এক ছেলে, এক মেয়ে স্বামী নিয়ে চারজনের সংসার। খুব গোপনে ক্রয়কৃত বাড়িটিও ১৬লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন। মাসুদা বেগমের পক্ষে ১০০০টাকা ঋণ নিয়ে এক হাজার দেওয়ার সামর্থ নেই। তারপরেও এনজিওগুলো জেনে শুনে মাসুদাকে সর্বমোট আড়াই কোটি টাকা ঋণ দিয়েছে মাসুদার সহযোগিদের মাধ্যমে। যার কিস্তি দিতে এনজিও কাছে কোন ঋণ গ্রহিতাকে যেতে হয়নি।

৭টি এনজিওর যোগসাজসে আড়াই কোটি টাকা হাতিয়ে নিল প্রতারক মাসুদা। মাসুদার ভয়ে এলাকার কেউ কিছু বলতে সাহস পেত না। অসামাজিক কার্যকলাপ থেকে শুরু করে সকল কার্যক্রমই করেছেন এই মহিলা।

পদক্ষেপ নামক একটি এনজিও থেকে ১১লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে কথা হয় মাসিক কিস্তি উত্তোলনকারী কর্মকর্তা মাশরাফুল ইসলাম জানান, এখন যাদের জিম্মাদার হিসেবে স্বাক্ষর দিয়ে লোন দিয়েছে তাদের কাছ থেকেই ঋণের টাকা আদায় করার ষড়যন্ত্র করছে এনজিও কর্মকর্তা।

মাসুদা এবং কয়েকটি এনজিওর কর্মকর্তা মিলেই আদারিয়াতলার গরিব নিরীহ লোকদের নামে বে নামে লোন দিয়ে গরীবের এখন মরণ ফাঁদ তৈরী হয়েছে। আড়াই কোটি টাকা নিয়ে লাপাত্তা মাসুদা, স্বামী ও ছেলে। উত্তর বেতকার মাসুদা বেগম (৩৯) তার স্বামী সবুজ ঢালী ও ছেলে নাইম ঢালী বর্তমানে পলাতক রয়েছে।

মাসুদার সাথে প্রত্যেকটি এনজিও কর্মকর্তার অবৈধ সম্পর্কের বিনিময়ে আড়াই কোটি টাকার ঋণ দিয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। মাসুদা দীর্ঘ বছর ধরেই অসমাজিক কার্যকলাপ করে প্রতারণা করে আসছে।

স্বীদ্বিপ এনজিওর কর্মকর্তা জন্টু (৩২) জানান, মাকসুদা বেগম খুব ভালো মানুষ। তাকে কিস্তি দিয়েছি। তার কিস্তির টাকা আনতে যেতে হতো না। অফিসে এসে দিয়ে যেতো। মাকসুদার সাথে অনৈতিক সম্পর্ক তৈরী করে ঋণ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

উষা ব্যাংকের সিও নাম না বলার শর্তে বলেন, ৫লাখ টাকা মাসুদাকে দিয়েছেন। এছাড়া অন্য কিছু বলতে নারাজ তিনি। সরাসরি আসেন কথা হবে। ফোনে কোন কথা বলা হবে না।

২২টি পরিবার এখন অসহায়। আত্মচিৎকার করছে তারা। অনেকের সংসার ভেঙ্গে যাওয়ারও উপক্রম হয়েছে। এমনকি মিথ্যা ঋণের চাপে আত্মহত্যার মতো ঘটনাও ঘটতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।