মুন্সীগঞ্জ প্রতিনিধি,
মুন্সীগঞ্জের তরুণ লেখক,সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মি মাহবুব আলম জয়ের আজ জন্মদিন। সে ১৯৮৭ সালের এই দিনে মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন। কাব্য, ইতিহাস, ব্যক্তিত্ব ও গবেষণাসহ তার লেখনীতে মুন্সীগঞ্জের অনেক কৃতিমানদের জীবন কথা ফুটে উঠেছে। এর আগে বইমেলা সহ বিভিন্ন সময় তার মুন্সীগঞ্জ মুক্তিযুদ্ধের ইতিকথা ও মুন্সীগঞ্জ আমার হৃদয়ের রং, মুন্সীগঞ্জের কৃতিমানদের কীর্তিগাঁথা, আল্লাহর গুনবাচক নামের ফজিলত,মদিনার বুলবুল, রহতের চাঁদ, হে নবী তোমাকে ভালবাসি সহ ১০টি বই প্রকাশ হয়। মাহবুব আলম জয় ২০০৮ সালে এসএডিসিএস নবীন লেখক পুরুষ্কার, ২০১০ সালে জাতীয় পর্যায়ে গ্রামীন ফোন দেশটিভি আয়োজিত বিজয়ের গল্প বলি এ্যাওয়ার্ড,২০১১ সালে চেতনায় একাত্তর পদক ও ২০১৯ সালে অভিবাসন উন্নয়ন প্রোগাম সংস্থা ওকাপ মিডিয়া এ্যাওয়ার্ড অর্জন করেন । এছাড়াও পরিবেশবাদী সংগঠন সবুজ কুঁড়ি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম জয়। পরিবেশ সুরক্ষায় কাজ করে যাচ্ছেন।
Comments are closed.
প্রিয়,
তরুন লেখক মাহবুব আলম জয়কে 🌹🥀 জন্ম দিনের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো তার প্রতি। তার সুস্থতা, সুস্বাস্থ্য নেক হায়াত ও দীর্ঘ আয়ু কামনা করছি মহান আল্লাহর দরবারে আমিন।