মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত ৬৫ বছরের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ
রিপোর্টার নামঃ
আপডেট সময়
বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
১৩৪
বার পঠিত
অজ্ঞাত ৬৫ বছরের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত ৬৫ বছরের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে শ্রীনগর-ভাগ্যকুল সড়কে কয়কীত্তন নামক এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধরনা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই নারীর। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
জানা গেছে, ভোরে রাস্তার পাশে অজ্ঞাত ওই নারীর মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পিবিআই এর পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে শ্রীনগর থানায় হেফাজতে নিয়ে যায়।
তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে শ্রীনগর-ভাগ্যকুল রোডের কয়কীত্তন নামক স্থান থেকে অজ্ঞাতনামা ওই মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে ভোর রাতে অজ্ঞাতনামা কোন গাড়ীর ধাক্কায় ওই মহিলা নিহত হয়েছে।