মোঃ সোলাইমান (চট্টগ্রাম) হাটহাজারী প্রতিনিধিঃ
হাটহাজারী উপজেলার চৌধুরীহাট বাজারে মনিটরিং করার সময় বেশি দামে পণ্য বিক্রি , মূল্য তালিকা না প্রকাশসহ অন্যান্য কারণে ৬ দোকানীকে ৯ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রট এবিএম মশিউজ্জামান।
বুধবার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ধারায় আব্দুল শুক্কুর পিতা নজির আহমেদ ১৫০০/-টাকা, মো:সুমন পিতা নুরুল ইসলাম ১৫০০/-, মো: রাশেদ মিয়া ,পিতা বদিউল আলম ১৫০০/-,মোহাম্মদ ইকবাল পিতা সমছু আলম ১৫০০/-,মোঃ এরশাদ পিতা মোঃ ইলিয়াস ১৫০০/- , মো: মুর্শেদ , পিতা : জানে আলম , ১৫০০ টাকা সহ মোট ৯০০০/- টাকা জরিমানা করা হয়। এই সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব এ. বি. এম মশিউজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ সুজন কানুনগো , আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ ও অন্যান্য ব্যক্তিবর্গ।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।