এস এ আখঞ্জী, তাহিরপুরঃ-
বঞ্চিত মানুষের অধিকার, নিশ্চিত করার লক্ষ্যে যিনি বার বার কারাবন্দী হয়েছেন। অন্ধকারে নিমজ্জিত ছিলেন ১৪ বছরের অধিক । আমিত্বের বন্ধনে আবদ্ধ হননি কখনো। দুঃখী মানুষের হাসি ফোটানো যার ছিল প্রথম কাজ। যাকে বলা হয় ‘মেহনতি মানুষের মুক্তির দ্রুত’ ভাটির বাংলার প্রাণ পুরুষ। সুনামগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তি যুদ্ধের অন্যতম সংঘটক ভাষা সৈনিক কমরেড বরুণ রায় এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (৭অক্টোবর) বিকাল বেলায়
উপজেলার বঙ্গবন্ধু কনফারেন্স হল রুমে কমরেড বরুণ রায় জন্মশতবর্ষ উদযাপন পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল, হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের আহবায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু, সুনামগঞ্জ সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সভাপতি এড,এনাম আহমেদ, সাধারণ সম্পাদক জালাল সুমন,তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ,
দৈনিক প্রথম আলো’র তাহিরপুর উপজেলা প্রতিনিধি গোলাম সারোয়ার লিটন, উপজেলার শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ভাষা সৈনিক, গণ মানুষের প্রাণ প্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য কমরেড বরুণ রায়’র কর্মময় জীবনের
ইতিহাস স্বর্ন অক্ষরে লেখা থাকবে। এমন মানুষের শূর্ন্যতা পূরণ হবার নয়। যিনি দিয়েই গেছেন। তিনি নীতির রাজা, অন্ধকার যুগের নান্দনিক নেতা।
এই মহান মানুষটি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের, বেহেলী গ্রামে জমিদার সিন্ধু রায়ের সন্তান। ১৯২২ সালের ১নম্ভেবর এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে আলোর ঝিলিক দিয়ে জন্ম গ্রহণ করেন। ২০০৯ সালের ৮ডিসেম্ভর মৃত্যু বরন করেন।