আলী আজীম, মোংলা (বাগেরহাট)
মোংলা পৌর শহরের কবরস্থান রোডস্থ রাতারাতী কলোনীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সানী হোসেন নামের (২০) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ।
গতকাল বুধবার (২৪ মে) গভীর রাতে কবরস্থান রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ সানী হোসেন পৌর শহরের ৬নং ওয়ার্ডের কবরস্থান রোডের মৃত সোনা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন এর নেতৃত্বে এসআই মামুন শেখ, মিরাজ হোসেন, মোঃ হুমাউন কবির, মোঃ সজিবুল ইসলাম ও মাহফুজুর রহমানসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে কবরস্থান রোড থেকে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা পলিথিনে থেকে মোড়ানো ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে, মামলা দাখিল করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়। মাদক নিরসনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান থানার এ কর্মকর্তা।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২