আলী আজীম,মোংলা (বাগেরহাট):
মোংলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এবং মেইনটেন্যান্স বিষয়ক ১০দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ।
প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক প্রশিক্ষনার্থী অংশগ্রহন করছে। প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা সহকারি প্রোগ্রামার সৌমিত্র বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই। আর সে জন্যই এসব প্রশিক্ষনের আয়োজন। এখান থেকে প্রশিক্ষনলব্ধ জ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি আহবান জানান।