আলী আজীম, মোংলা (বাগেরহাট)
মোংলায় জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের ট্যাবসমূহ (এক ধরণের মোবাইল কম্পিউটার) মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে মাধ্যমিক ও সমমানের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল কুদ্দুস এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর ৬ জন করে ১৫০ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে এ স্মার্ট ট্যাব তুলে দেওয়া হয়।
জানা যায়-গত গণশুমারী ও গৃহ গণনায় ব্যবহৃত ট্যাবগুলো অব্যবহৃত না রেখে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক এবং ২০৪১ লক্ষ মাত্রা অর্জনে দক্ষ নাগরিক গড়ে তোলার প্রত্যয়ে শিক্ষার্থীদের মাঝে সেগুলো বিতরণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দেন। সে মোতাবেক দেশব্যাপী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল কুদ্দুস সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২