আলী আজীম, মোংলা (বাগেরহাট)
মোংলা পৌর এলাকা থেকে গাঁজাসহ আটক তিন যুবককে ৩ মাস করে কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন- খোনকার বেড় এলাকার সামসুল হুদা মোল্লার ছেলে মো: রুবেল মোল্লা (৩০), পৌর শহরের কুমারখালি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো: বেলাল শেখ (৪০) ও একই এলাকার মো: আব্দুল্লাহর ছেলে মো: শরিফুল ইসলাম (১৯)।
এছাড়াও মোংলা মাদ্রাসা রোড এলাকার মনির ডায়াগনিষ্ট সেন্টারকে ভোক্তা অধিকার আইনে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট (এ্যাসিল্যান্ড) মো: হাবিবুর রহমান এই দণ্ড দেন।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২