আলী আজীম,মোংলা (বাগেরহাট):
বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, এদেশ সব সম্প্রদায়ের মিলিত রক্তশ্রুতের বিনিময়ে স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের অস্প্রদায়িক চেতনার একটি দল। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এর ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে হবে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার চাঁদপাই ইউনিয়নের কালিকাবাড়ি এলাকায় তিন দিনব্যাপী রাস পুজা উৎসবের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় উপমন্ত্রী এসব কথা বলেন।
উপমন্ত্রী আরো বলেন, আমাকে এমপি নির্বাচিত করার পর গত ১৫ বছরে সাধারণ মানুষের এমপি হওয়ার চেষ্টা করেছি। কে কোন দলের কিংবা কোন মতের তা কখনো দেখিনি। গত ১৫ বছরে সবার জন্য আমার দরজা খোলা রেখেছি। সামনে নির্বাচন, এ নির্বাচনে আপনারাও আমার জন্য আপনাদের দরজা খোলা রাখবেন এবং নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই।
উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, পৌর আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আ: সালাম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো: তারিকুল ইসলাম, আ’লীগ নেতা বেল্লাল হোসেনসহ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।