আলী আজীম, মোংলা (বাগেরহাট)
সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার হুমকী ও ভয়ভিতি প্রদর্শনের প্রতিবাদে মোংলায় সংবাদ সম্মেলন করেছেন উপজেলার সংখ্যালঘু সম্প্রদায় বৃন্দ। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পক্ষে লিখিত বক্তব্যে মিঠাখালি ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল বলেন, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নৌকা প্রতিকের নেতা কর্মী ও ক্যাডার বাহিনী প্রতিনিয়ত নির্বাচন আচরন বিধি লংঘন করে আমাদের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরীহ সাধারণ লোকদের নানাভাবে হুমকি ধামকি, জুলুম, অত্যাচার নির্যাতন ও ভয় ভীতি প্রদর্শন করে ভীত সন্ত্রস্ত করে তোলাসহ বিভিন্ন অরাজকতা পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করে চলেছে।
প্রার্থী হাবিবুন নাহারের চিহ্নিত নেতা কর্মী ও ক্যাডার বাহিনীর লোকজন সংখ্যালঘু হিন্দুদেরকে ব্যালটে প্রকাশ্যে নৌকায় সিল না দিলে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি ও ভয়ভীতি দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে দেয়া এসব হুমকি ধামকির কারণে আমরা হিন্দুরা ভীত সন্ত্রস্ত হয়ে নিরাপত্তাহীনতার আশংকায় ভূগছি। এসব বেআইনী কর্মকান্ড এখনই কঠোরভাবে বন্ধ করা না হলে সুষ্ঠু নির্বাচন ও ভোট অনুষ্ঠান নিয়ে নানা সংশয় দেখা দিয়েছে।
নৌকা প্রতিকে ভোট না পাওয়ার আশংকায় মোংলা ও রামপালের বিভিন্ন জায়গায় বিশেষ করে মোংলার চাঁদপাই, মিঠাখালী, বুড়িরডাঙ্গা, চিলা ও সুন্দরবন ইউনিয়নের হিন্দুদের ব্যাপক হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। নৌকায় সিল না দিলে ভোট কেন্দ্রে না যাওয়া, গালিগালাজ দেয়া, ভোট শেষে দেখে নেয়ার হুমকি ধামকি ও জোর করে তাদের প্রচার প্রচারণায় অংশ নিতে বাধ্যসহ ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ভীতিকর অবস্থা বিরাজ করছে। নৌকার ক্যাডার বাহিনীর তান্ডবে এলাকার হিন্দুরা ভীত সন্ত্রস্ত হয়ে সন্ত্রাসী হামলা ও চরম নিরাপত্তাহীনতার আশংকায় ভূগছে।
ব্যালটে প্রকাশ্যে নৌকা প্রতিকে সিল মারতে হবে অন্যথায় ভোট কেন্দ্রে গেলে দেখে নেয়া হবে বলে নৌকার লোকজন সাধারণ ভোটারদের মধ্যে ভয় ভীতি ছড়াচ্ছে। নৌকা প্রতিকের ক্যাডার বাহিনী লাগাতারভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের উপর তান্ডব পরিস্থিতি সৃষ্টি করছে। এতে আমরা এ আসনে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিয়ে শংকার মধ্যে রয়েছি।
একাত্ততা প্রকাশ করে এ সংবাদ সম্মেলনে অংশ নেন তৃণমূল বিএনপি থেকে বাগেরহাট-৩ আসনে মনোনীত প্রার্থী মি.ম্যানুয়েল সরকার।
সংবাদ সম্মেলনে অংশ নেন বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সমর বিশ্বাস, হিন্দু বৈদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র মন্ডল সহ প্রমুখ।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২