আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট বাগেরহাটঃ
“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি পালনে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় এক র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেআর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন মোল্লাহাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশ্রাব আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুল প্রমূখ।