আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাটে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা। এনিয়ে একাধারে তৃতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি।
মঙ্গলবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শোভন সরকার জানান, দোয়াত কলম প্রতীকে ২৯৯০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন শাহীনুল আলম ছানা। তার একমাত্র ও নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নাসির উদ্দিন আনারস প্রতীকে পান ১৯৯৫৪ ভোট। এছাড়া টিউবওয়েল প্রতীকে ২৭১১১ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ নজরুল ইসলাম মিল্টন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বী তালা প্রতীকে পেয়েছেন ২২১৭৯ ভোট। ১৭২৫৮ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রিনা পারভিন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শারমিন ফুটবল প্রতীকে পেয়েছেন ১২৯১৭ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মনিরুজ্জামান চৌধুরী উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৪৮৩ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইলা বসু হাস প্রতীকে ১২৫২৯ ভোট ও চম্পা ইসলাম সাথী সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন ৬২৬৩ ভোট।