আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালিত হয়েছে। “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ – বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যের আলোকে দিবসটি পালনে সকাল সাড়ে ১০টায় এক র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালমান জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল, মোঃ মনিরুজ্জামান মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী, সহকারী নির্বাচন কর্মকর্তা রোমান হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা সুধান্য রায়, সাংবাদিক মোঃ বশার মোল্লা, আরিফুল ইসলাম রিয়াজ, ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম, ওলিয়ার রহমান, ব্র্যাকের আইন সহায়তা সমন্বয়কারী কোহিনুর আক্তার প্রমুখ।