আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে ঘরের সিধ কেটে নগদ টাকা, স্বর্ণের চেইন ও মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নরসিংহপুর নিবাসি জামাল সিকদারের বসতঘরে সোমবার রাত ২টা হতে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় এ সিধেল চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভিকটিম পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো ওই রাতে পরিবারের সকলে ঘুমিয়ে ছিলেন। রাত ১ টার দিকেও প্রকৃতির ডাকে জাগ্রত হয়ে আবারো ঘুমিয়ে পড়েন। এরপর ফজরের আযানের সময় ঘুম থেকে উঠে দেখেন, ঘরে বিশাল আকারের সিধ খোঁড়া এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রাজিয়া (২৩) এর গলায় থাকা ৩৮ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন , বিছানায় থাকা ১৮ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ও ট্রাঙ্কে থাকা নগদ ৭০ হাজার এবং হাত ব্যাগে থাকা ৩ হাজার টাকা নেই।
তদন্ত পূর্বক উক্ত টাকা ও সামগ্রী উদ্ধার সহ চোরের বিচার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারটি।
থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।