মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে র্য্যালি, আলোচনা সভা, পট গান ও স্টল প্রদর্শনীর মধ্যদিয়ে ব্যতিক্রমধর্মী পুষ্টি মেলা ও প্রচারাভিযান-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও পুষ্টি উন্নয়নে সমন্বিত প্রকল্প ক্রেইনের সহযোগিতায় রবিবার দিনব্যাপী এ পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য এক রেলি গাড়ফা বাজার প্রদক্ষিণ করে শুরুর স্থল উপজেলা পরিষদের দিঘির পাড়ে ফিরে শেষ হয়। এরপর একই স্থানের পুষ্টি স্টল চত্বরে আলোচনা সভা ও পট গান হয়।
সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য’র সভাপতিত্বে উক্ত সকল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোসাম্মৎ মাহফুজা খাতুন, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী খালেদা হোসেন মুন, জেজেএস’র সমন্বয়কারী মামুনুর রশিদ, এডভোকেসি ক্যাম্পেইন এবং সিএসও সমন্বয়কারী তসলিম হোসেন টংকার, এসবিসিসি স্পেশালিস্ট ইলিয়াস হোসেন, মনিটরিং কর্মকর্তা ত্রিদিব বিশ্বাস ও অ্যাডভোকেসি স্পেশালিস্ট রুমানা শারমিন, প্রেসক্লাব মোল্লাহাটের জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম প্রমূখ।