আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙলা বর্ষবরণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে এ প্রস্তুতি সভা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশ্রাফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, জাতীয় মহিলা সংস্থার সভাপতি আম্বিয়া জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার, সাংবাদিক আরিফুল ইসলাম রিয়াজ প্রমুখ।