আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাটঃ
স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী কর্মকান্ডে যুবদের ভুমিকা শীর্ষক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর মোল্লাহাটের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আলোচক ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল কাদের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহমির সিদ্দিকী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপপুলিশ পরিদর্শক মোরাদ হোসেন, প্রেসক্লাব মোল্লাহাটের জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বাবলু ও রবিউল ইসলাম তুহিন।
উল্লেখ্য, জনসচেতনতামূলক কর্মশালা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত যুবদেরকে সনদপত্র প্রদান করা হয়।