আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাটে ২০২৩-২৪ অর্থ বছরে রবি/২০২৩-২৪ মৌসুমে ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ প্রকার ৭,৫৬০ কেজি বীজ ও ৭০.২৫ মেট্রিক টন সার বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গম, ভুট্রা, সরিষা, সূর্যমূখী ও খেসারি ফলনের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে এ বীজ এবং সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে অত্র কার্যালয় চত্বরে রবিবার সকাল সাড়ে ১০ টায় উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার। উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, নির্বাচন কর্মকর্তা ইসহাক, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সমবায় কর্মকর্তা এ বি এম মোরশেক আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাকির হোসেন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালমান জামান।