আরিফুল ইসলাম রিয়াজ,মোল্লাহাট,বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাটে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বুধবার সকালে মোল্লাহাট বাসস্ট্যান্ড থেকে গাঁজাসহ মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
মাদক কারবারির নম মোঃ আবুল কাসেম সোহেল (২৫)। সে -লক্ষীপুর জেলার কমলনগর থানাধীন চর পাগলা গ্রামের মৃত নুর মোহাম্মাদের ছেলে।
মোল্লাহাট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ সোমেন দাশের নেতৃত্বে অভিযান পরিচালনা কালে ইং-১০/০৫/২০২৩ তারিখ মোল্লাহাট বাসস্ট্যান্ড হতে আসামী মোঃ আবুল কাসেম সোহেল (২৫) পিতা-মৃত নুর মোহাম্মাদ, সাং-চর পাগলা, থানা-কমলনগর, জেলা-লক্ষীপুরকে ০৮ (আট) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়। এবিষয়ে নিয়মিত মামলা রুজুর পর আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীর নামে বাংলাদেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা বিচারাধীন আছে। আসামী কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে মোল্লাহাট থানা এলাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।