আরিফুল ইসলাম রিয়াজ,মোল্লাহাট,বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাটে ২০২২-২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার সকাল ১১টায় উদয়পুর ইউনিয়নে এ সভা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, এছাড়া উপস্থিত ছিলেন, অধ্যক্ষ এল জাকির হোসেন, প্রকল্পের মনিটরিং এন্ড এভাল্যুয়েশন কর্মকর্তা আসলাম হোসেন শেখ ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার একশো ব্যক্তি।