শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস সাতক্ষীরা সরকারি কলেজ রোড পুননির্মাণে সড়ক অবরোধে প্রস্তুতি সভা  চট্টগ্রামে সরকারি কলেজ অধ্যাপককে পিটালেন ছাত্রলীগ নেতা মোংলায় ব্র্যাকের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা চারঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামে সিভিল সার্জন কার্যালয়ে পুষ্টি সপ্তাহের সমাপনী শরীর ঠিক রাখতে হলে পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবেঃ স্বাস্থ্য পরিচালক রামপালে সাম্প্রদায়িকতার বাষ্প ছড়ানোর অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে আ’লীগের সংবাদ সম্মেলন  শ্যামনগরে রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন এমপি আতাউল হক দোলন  বিসিক জেলা কার্যালয়, গোপালগঞ্জের আয়োজনে পাঁচ দিনব্যাপী নারী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু চট্টগ্রামে কোরবানির জন্য মজুদ আছে সাড়ে ৮ লাখ পশু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের ঈদ সামগ্রী বিতরণ

সুদর্শন চক্রবর্তী, ফরিদপুর প্রতিবেদকঃ
  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৬৬ বার পঠিত

 

সুদর্শন চক্রবর্তী, ফরিদপুর প্রতিবেদকঃ

ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়ার নিজ বাসভবনে শুক্রবার সকাল দশটায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমান ‌দুঃস্থ্য ও অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন ও বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী নিজ নির্বাচনী এলাকা মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের ৯৬ জন সংরক্ষিত নারী ইউপি সদস্য ও ৩ টি পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলরদের হাতে অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমান এমপি বলেন, রমজানে সরকারের পক্ষ থেকে গরুর মাংস, দুধ ও ডিম সুলভ মূল্যে বিক্রি চলমান রয়েছে। বিভিন্ন ব্যক্তিও এ কাজে অংশ নিয়েছেন, সেটার প্রভাব পড়েছে বাজারে। আগের বছরগুলোতে বাজারে হাহাকার পরে যেতো, কিন্তু সরকারের এই উদ্যোগের কারণে এবার রোজায় সাধারণ মানুষ স্বস্তিতে রয়েছে।
এছাড়াও তিনি বলেন, ঈদে যাতে করে সাধারণ মানুষ নির্বিঘ্নে ঘরে ফিরে যেতে পারে সেজন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।

এছাড়া মহাসড়কে চাঁদাবাজি ও যাত্রী পরিবহনে অতিরিক্ত ভাড়া দেওয়া থেকে সকলকে বিরত থাকার জন্য আহ্বান জানান।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।