জি এম রাজু আহমেদ, নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁয় যৌতুকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করায় নির্যাতিতা স্ত্রী কতৃক স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল দশটায় নওগাঁর মোকাম বিজ্ঞ ১ নং আমলি আদালতে শামীম খন্দকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন নির্যাতনের শিকার গৃহবধূ কুহেলি আক্তার (২২)।
মামলার বাদী কুহেলি আক্তার বলেন শরিয়তের বিধান অনুযায়ী গত ০৬-১০-২০২৩ ইং তারিখে বগুড়ার কাহালু উপজেলার কালাই ঘোনপারা গ্রামের মৃত মহিবুল ইসলাম খন্দকারের ছেলে শামীম খন্দকার (৪২) এর সঙ্গে আমার বিবাহ হয় ,বিয়ের পর থেকেই আমার স্বামী শামীম খন্দকার যৌতুকের টাকার জন্য আমার সঙ্গে নির্যাতন করে।
আমি আমার বাবাকে বিষয়টা জানাই বাবা আমার সুখের কথা চিন্তা করে, আমাকে সান্তনা দেয়।
আমার বাবা আমার স্বামীর বাড়িতে যাবে বলে ০১-১২-২০২৩ ইং তারিখে শামীম খন্দকার আমাকে বিভিন্নভাবে নির্যাতন করে এবং তিনি একজন প্রতারক ও মেয়ে লোভী এবং অন্যান্য খারাপ কাজে লিপ্ত থাকে সব সময়।
আমি যৌতুকের ২ লক্ষ টাকা আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসে না দেওয়ায় আমাকে তার বাড়ি থেকে মারপিট করে তাড়িয়ে দেয়।
আমি নিরুপার হয়ে আমার বাবার বাড়িতে চলে আসি, তখন বাবা আমার সুখের কথা চিন্তা করে ,আমার স্বামীকে নওগাঁ আসতে বলে ১৫-১২-২০২৩ তারিখে সকাল ১০ টার দিকে আমার বাবার বাড়িতে শামীম খন্দকার আসে।
আমার বাবা-মা,বোন-ভগ্নিপতি সহ কয়েকজন মিলে তাকে বোঝানোর চেষ্টা করে।
তখন শামীম খন্দকার আমাদের বাড়িতে এসে বিভিন্নভাবে আমাকে হুমকি-ধামকি এবং উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
আমাদের চিৎকার চেঁচামেচিতে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে, তারপরও শামীম খন্দকার বিভিন্ন ভাবে গালিগালাজ করে এবং ভয়-ভীতি দেখিয়ে চলে যায়।
এ বিষয়ে নওগাঁ সদর থানায় আমরা একটি অভিযোগও দায়ের করেছি ,তারপরও সে কোনোভাবেই আমাকে নির্যাতন করা বন্ধ করতেছে না ,বাধ্য হয়ে বিজ্ঞ আদালতে আমি হাজির হয়ে একটি মামলা দায়ের করেছি আমি চাই বিজ্ঞ আদালত আমার উপর নির্যাতনের বিচার করবে বলে আমি আশাবাদী।
এ বিষয়ে কুহেলি আক্তার এর আইনজীবী শ্রী সুকমল চন্দ্র সরকার এর সঙ্গে কথা বললে তিনি বলেন আমি বাদী পক্ষের আইনজীবী হিসেবে বিজ্ঞ আদালতে বাদীনিসহ হাজির হইয়া মামলা দায়ের করি।
আমার বাদীনি কুহেলি আখতার কে ২ লক্ষ টাকা যৌতুকের জন্য তার স্বামী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করায়।
আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি আআদালত মামলাটি আমলে নিয়ে ,আসামী শামীম খন্দকারের বিরুদ্ধে সুমন জারী করেছে এবং আমরা ন্যায় বিচার পাবো বলে আশাবাদী বলে জানান তিনি ।
যৌতুক একটি সামাজিক ব্যাধি, যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়ে গ্রাম বাংলার হাজারো গৃহবধূ অকালে প্রাণ দিয়েছেন।