মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
বুধবার (৩১ জানুয়ারি) রংপুর মহানগরীর শাপলা চত্বর সংলগ্ন আদর্শ স্কুল এর পাশে ফুটপাতে আনুমানিক বিকেল ৪ টার সময় ২ ব্যাক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
আশে পাশের দোকানদার ও ফুটপাতে হেটে যাওয়া লোকজন তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা জানায়, আজকে তারা অজ্ঞান পার্টির খপ্পরে পরেছিলো।
স্থানীয় দোকানীদের ভাষ্যমতে, ঐ ২ ব্যক্তির কাছ আনুমানিক ৯ লক্ষ ১৬ হাজার ৫০০ টাকা পাওয়া যায়। পরে স্থানীয়রা ৯৯৯ এ কল দিয়ে পুলিশ এবং এম্বুল্যান্স এর ব্যাবস্থা করে। অচেতন অবস্থায় তাদের এম্বুল্যান্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান মঞ্জু তার জিম্মায় অর্থগুলো রাখেন এবং তাদের চিকিৎসার দায়িত্ব নেন।
জানা গেছে অজ্ঞাত লোকদের মধ্যে এক জনের বাসা চাঁদপুর জেলায় তার মোবাইল থেকে তার স্ত্রীর সাথে যোগাযোগ করে স্বজন দের অবগত করা হয়।