শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জে রতনপুর ইউনিয়ন বাসীকে পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক অব-সরপ্রাপ্ত শিক্ষক মৃত: শেখ গোলাম ইছা মাস্টার এর গর্বিত সন্তান ও গড়ুই মহল মানবকল্যান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও রতনপুর এ,কে কল্যান সংস্থা’র পরিচালক,আশার বৃত্ত সংস্থার উপদেষ্টা প্রবাসী মোঃ শেখ আলমগীর হোসেন।
শুভেচ্ছা বার্তায়: রতনপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক রোমানিয়া প্রবাসী মোঃ শেখ আলমগীর হোসেন বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ।পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়। রমজান মাস হলো বরকতের মাস,কেননা মানুষের গুণাহ গুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে এবং রোজা রাখার উদ্দেশ্যটাও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।
রতনপুর রোমানিয়া প্রবাসী আলমগীর হোসেন তিনি আরও বলেন, আমি পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীব্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ,লোভ-লালসা,অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্বান জানাই।পাশপাশি করোনা ভাইরাসে সহ সকল অসুখ বিসুখ ও বালা মুসিবত থেকে চিরমুক্তি পেতে মহান আল্লাহ কাছে বিশেষ প্রার্থনা করুন এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষাতে সকল প্রকার পাপাচার হতে বিরত থেকে সর্বদা ইবাদত বন্দেগিতে মশগুল থাকুন।