আলী আজীম, মোংলা (বাগেরহাট)
মোংলায় পবিত্র রমজানে নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে মাংস বাজার এবং কাঁচা বাজারে অভিযান চালিয়ে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। তাছাড়াও নিত্যপণের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সকল ব্যবসায়ীদের কঠোর ভাবে সতর্ক করেন।
সোমবার (২৭ মার্চ) দুপুরে মূল্য তালিকা না রাখা, দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম রাখায় বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারি কমিশনার) মোঃ হাবিবুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহে রমজানের বাজার মনিটরিং এর অংশ হিসেবে দুপুরে উপজেলার বাজারসমূহে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযান পরিচালনা করে ৩টি মামলায় ৪ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ মূল্য তালিকা না থাকায় এক মুরগির দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন হাজার টাকা, একই সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান কাঁচা বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকায় এক দোকানিকে এক হাজার, আরেক দোকানিকে ৫০০ টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান বলেন, মাহে রমজানের বাজার মনিটরিং-এর অংশ হিসেবে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজারের সকল পণ্য বিক্রেতাসহ দোকানদারকে মূল্য তালিকা প্রদর্শনসহ পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২