মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধিঃ
রাউজান উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাউজান খলিলাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসা র বার্ষিক সভা সম্পন্ন হয়েছে। গতকাল ২১শে ডিসেম্বর শনিবার বাদ ফজর হইতে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে মাহফিল এর কার্যক্রম শুরু হয়। মুফতি খোবাইব নুর জমিরী ও জাহেদুল ইসলাম এর যৌথ সঞ্চালনায়ে মাঠে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির ও আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবু নগর মাদাসার মহা পরিচালক আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা র মহা পরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী, প্রধান বক্তা ছিলেন ঃমুনাযোরে যামান আল্লামা হাফেজ আজিজুল হক আল মাদানী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী হাশেম চৌধুরী এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফজলুল ইসলাম চৌধুরী টিপু ও মাওলানা আবুল বশর। এতে আরো তাফসীর পেশ করেন : ফতেহপুর নাছিরুল ইসলাম মাদ্রাসা র মহা পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা মুস্তফা নূরী চকরীয়া, মদুনাঘাট ইউনুছিয়া ফতহুল ইসলাম মাদ্রাসা র মহা পরিচালক মাওলানা শেহাব উদ্দিন,দলইনগর মদিনাতুল উলুম মাদ্রাসা র মাওলানা মুফতি হোসাইন আহমদ আছেম, জামেয়া আরব নগর আনোয়ার উলুম মাদ্রাসা র পরিচালক মাওলানা কেএম আলমগীর মাসউদ আরবনগরী, মাওলানা শফিউল আলম পশ্চি, বদুপাড়া হোসাইনিয়া মাদ্রাসা র পরিচালক মাওলানা আবদুস চমি বদুপাড়া, মাওলানা আতিকুল্লাহ বাশঁখালী, নানুপুর ওবাইদিয়া মাদ্রাসা র সিনিয়র শিক্ষক মাওলানা আবু জাফর নানুপুরী, মুফতি হোসাইন দলইনগর,মাওলানা আবদুল আউয়াল মাসুদ, নাসির উদ্দীন প্রমুখ।