মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
আজ (৮) সেপ্টেম্বর শুক্রবার থেকে রাউজান সরকারি কলেজ মাঠে জাকজমপূর্ণভাবে উদ্বোধন হবে রাউজান পৌরসভা এমপি গোল্ডকাপ ফুটবল লীগ-২০২৩ইং। এই উপলক্ষে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার হল রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌরসভার ব্যবস্থাপনায় আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বশার মোহাম্মদ ফখরুজ্জামান। সভাপতিত্ব করবেন পৌরসভার মেয়র ও এই ফুটবল লীগের আহবায়ক জমির উদ্দিন পারভেজ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানা, আবুল মনসুর, রাউজান খেলোয়াড় সমিতির সদস্য সচিব আলহাজ সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিন, ইলিয়াছ মাস্টার, মোহাম্মদ আলী, সাদিকুজ্জামান শফি, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ সেলিম উদ্দিন, শাখাওয়াত হোসেন চৌধুরী, মোহাম্মদ এরশাদ । সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন রবি, তথ্য ও গবেষণা সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী। এর আগে বিকেলে পৌরসভা কার্যালয় থেকে ব্যান্ডপার্টি সহকারে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পৌর সদর, ফকিরহাট, মুন্সিরঘাটা, রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভার এসে সমাপ্তি হয়। বর্ণাঢ্য র্যালী ও সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আসিফ, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ তারেক, নাছির উদ্দিন, নকীব সিদ্দিকী, আরফানুল ইসলাম আবীর, আরমান শান্ত, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আরফাত, সাহেদ, হিমেল, রবিউল, তৌহিদুল ইসলাম প্রমুখ।
পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি মহোদয়ের নির্দেশনায় রাউজান থেকে তৃণমূল পর্যায়ে কৃতী ফুটবল খেলোয়াড় তৈরী করে জাতীয় পর্যায়ে খেলানোর লক্ষ্যে রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় এ লীগের উদ্বোধন হচ্ছে। এ লীগে ১৬টি দল অংশ গ্রহন করেছে। তিনি আরো বলেন এ লীগে আকর্ষণীয় হবে যে দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে ট্রফি সহ প্রায় দেড় ভরি স্বর্ণ এবং রানার্সআপ দল পাবে প্রায় এক ভরি স্বর্ণসহ অন্যান্য পুরস্কার।