মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, রাউজান চট্টগ্রাম প্রতিনিধিঃ
২০২৩-২০২৪ অর্থ বছরের আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ধানবীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ২১ নভেম্বর মঙ্গলবার বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ হাজীপাড়া মাজার সংলগ্ন মাঠে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাসুম কবির।
পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাদা
এস এম আসাদ উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা জিয়াউদ্দিন মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কৃষি অফিসার সঞ্জীব কুমার সুশীল।
বক্তব্য রাখেন উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার চন্দ্র, কৃষক মোহাম্মদ আব্দুল শুক্কুর। এছাড়াও এসময় কৃষক অহিদুল আলম, এস এম আজাদ উল্লাহসহ বিভিন্ন ওয়ার্ডের কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিমে চৌধুরীর যোগ্য নেতৃত্বে কৃষিতে বিপ্লব ঘটেছে এবং আগামীতে সারা দেশের মধ্যে কৃষি বিপ্লবের মাধ্যমে রাউজান উপজেলাকে মডেল হিসেবে রুপান্তরিত করা হবে।