মোহাম্মদঃ আতিকুল্লাহ চৌধুরী,রাউজান চট্টগ্রাম প্রতিনিধিঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে বর্তমান সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে আওয়ামীলীগের দলীয় নমিনেশন প্রদান করায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭নভেম্বর রবিবার বিকেলে মুন্সিরঘাটস্থ মাষ্টার দা সূর্যসেন কমপ্লেক্সে
আয়োজিত আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, নজরুল ইসলাম চৌধুরী, তছলিম উদ্দিন, আব্দুল লতিফ, সারজু মোহাম্মদ নাছের, শওকত হোসাইন, আজিজ উদ্দিন ইমু, আহসান হাবিব চৌধুরী, নাছির উদ্দিন, তপন দে, জসিম উদ্দিন মুন্না, মিজানুর রহমান, আবু ছালেক, মোহাম্মদ আসিফ, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, সাইদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাজী শওকত হাসান, মুসা আলম খান, সাইফুদ্দিন চৌধুরী সাবু, মোহাম্মদ বাবর উদ্দিন, আজাদ হোসেন, দিপলু দে দিপু, মাসুদুল আলম, আসাদ হোসেন, আজাদ খান, সাখাওয়াত হোসেন চৌধুরী, অনুপ চক্রবর্তী, মোহাম্মদ এরশাদ, লক্ষীকান্ত চৌধুরী, সাজ্জাদ মাহমুদ সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন এবিএম ফজলে করিম চৌধুরীর সুযোগ্য নেতৃত্বে একসময়ের অবহেলিত ও সন্ত্রাসের জনপদ রাউজান আজ উন্নয়নের ছোঁয়ায় সারাদেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে পরিচিতি লাভ করেছে। এই আসনে পুনরায় এবিএম ফজলে করিম চৌধুরীকে নমিনেশন প্রদান করায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।