মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, রাউজান চট্টগ্রাম প্রতিনিধিঃ
সামাজিক সংগঠন রাউজান উদ্দীপ্ত তরুণের উদ্যোগে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ৬৯তম শুভ জন্মদিন উপলক্ষ্যে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রুগীদের মাঝে খাবার ও মৌসুমী ফল বিতরণ করা হয়েছে। ৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ। রাউজান উদ্দীপ্ত তরুণের প্রতিষ্টাতা ও সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, রাউজান ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সারজু মুহাম্মাদ নাসের,
উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শওকত হোসাইন, ডাক্তার নাজমুল হাসান সোহাগ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আলম, ইউপি সদস্য সাইফুল ইসলাম, পৌর যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুল হক, যুবলীগ নেতা তারেক চৌধুরী, বাসু দে। এছাড়াও এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মোহাম্মদ আরফাত, রাউজান উদ্দীপ্ত তরুণের সভাপতি মুহাম্মদ রবিন, সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল্লাহ হিমু, যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাকিব, অর্থ সম্পাদক মারুফ, সদস্য লামা, ইরফান, তিহান, রাজ, সিহাব,দীপ্তসহ আরো অনেকে।